বৃষ্টি হলেই খিচুড়ি রান্না
সাথে কষা মাংস
গরু মহিষ পোল্ট্রি কক
ভালো হয় দেশী হংস।
লেবু শশা টমেটোর চাটনি
আরো যে কত কি
জমবে ভালো থাকতো যদি
খাটি ঘাওয়া ঘি।
আমের আচার বাদ যাবেনা
থাকে যদি তা ঘরে
পাটিতে বসে ঢেকুর তুলে
খেতাম পেটটা ভরে।
আশা শুধু আশাই থাকে
স্বপ্ন হয় গুড়ো বালি
মধ্যবিত্ত গরীবের দিনরাত
শুধু যায় জোড়াতালি।
গরুর মাংস কবে খেয়েছি
মনে নেই সে কথা
মাসে একবার পোল্ট্রি চলে
তাতে নেই মাথা ব্যাথা।
দেশি মুরগির দামটা অনেক
ওদিকে দেইনা চোখ
ঐ বাজারে ঘুরাঘুরি করে
এ সমাজের বড়লোক।
হাসের দামটা কম নয় এখন
ইচ্ছে নাই তা খেতে
লবন ভাতে চেটকে নিয়ে
খেয়ে নেই পাত পেতে।
ইলিশ মাছতো সোনার হরিণ
রাজা বাদশার আজ খাবার
বাজারে আসার পূর্বের ওটা
করে দেয় ওরা সাবার।
মাছের বাজারে আগুন জ্বলছে
নিভাতে সবাই ব্যর্থ
লোভী আর ক্ষমতাশালীর দল
হাসিল করছে তাদের স্বার্থ।
শাক সবজি ও আকাশে উড়ে
গজিয়েছে তার ডানা
সবার স্বভাব দেখে আজকে
আমি হয়েছি কানা।
নিজের ভাগ্য বদল হয়নি
আজো আমি মধ্যবিত্ত
খিচুড়ির সাথে মরিচ ভর্তা
এটাই জীবনের চিত্র।
তাতে আমার অভিযোগ নেই
তবুও তো পাচ্ছি খাবার
এখন কত মানুষের আজ
জুটছেনা কোন আহার।