দীপ্তি জ্বলেনি আমাবস্যার মাঝে
জোনাকি নিয়েছে ছুটি
মশা-মাছি আর লাল পিঁপড়া
তাই দেখে হাসে কুটিকুটি।

কাল গোখরা ফণা তুলে ছোটে
ইদুরও নেই আজ মর্তে
বেঁজির দলেরা বনে থাকলে
লুকিয়ে যেত সব গর্তে।

টিকটিকি আজ ডায়নোসর রুপে
নিশ্বাসে অগ্নি ছড়ায়
স্বর্ন লতা ডগা বাড়িয়ে
বটবৃক্ষের মাথা মুড়ায়।

ভাগাড়ে উড়া দাড় কাক চিল
ঈগলকে মারছে ছোঁ
ক্ষুদার্তে থাকা ন্যাংড়া মাছি
দুই কানে শোনায় ভোঁ।

খেঁকশিয়াল গুলো জঙ্গল থেকে
ঘুরছে মানুষের ভিড়ে
ছাড়পোকা গুলো ঢিবি করেছে
মানুষ হীন অন্যের নীড়ে।

কাঠ ঠোকরা ঠুকাতে ব্যস্ত
পরে থাকা কাঠের গুড়ি
মরা খেকো সব শুকনো শকুন
বানিয়েছে মেদ ভূড়ি।

বোবার মুখে বুলি ফুটেছে
উন্মাদেরা আজ জ্ঞানী
মুচকি হাসে ইবলিশের নেতা
দেখে এদের শয়তানী।

পর্দায় থাকা মুখোশের দল
দেখায় তাদের কত রুপ
বহু কাল ধরে কেটেছে তারা
বিশাল এক মৃত্যুর কূপ।

নাতি শেখায় দাদাকে ডেকে
কিভাবে হয় সন্তান
মাফ চেয়ে দাদু নাতিরে বলে
দু হাতে ধরছি কান।