দেখছি কদিন বিদ্যুৎ মামা
খেলছে লুকোচুরি
ঘাবড়াবেনা সত্যি বলছি
এসব হাতের তুড়ি।
আদানি নাকি প্যাদানি দিবে
বকেয়া হয়েছে বিল
এই শুনিয়ে অনেকে দেখি
হেঁসে যায় খিলখিল।
বকেয়ার জন্য কাটতে পারে
বিদ্যুৎ এর সব লাইন
সমঝোতাতে কাজ যদি হয়
দিতে হবে তবু ফাইন।
বিদ্যুৎ এর সব প্রজেক্ট গুলোর
বন্ধ হয়েছে চাকা
লাভ না হলে বন্ধ হবে
বলেছে উপদেষ্টা কাকা।
পুকুরিয়ার বিদ্যুৎ নাকি
পুকুরে দিয়েছে ডুব
দেশ প্রেমিকরা গেল কোথায়
মুখটা কেন চুপ।
ডিমের হালি ষাট হয়েছে
দাম বাড়ছে চালের
গরুর মাংসের গায়ে আগুন
মাছ শূন্য খালের।
ঝাকে ঝাকে ইলিশ ধরছে
কমেনা কেন দাম
দাদা দিদির নাম ভাঙ্গিয়ে
করে যেত বদনাম।
কব্জি ডুবিয়ে সবজি খাবো
স্বপ্ন দেখালো কত
তিন যুগ ধরে শুনে আছি
যারা হয়েছে গত।
শুনতে শুনতে আজ অবধি
কান দুটো ঝালাপালা
কালো চসমা পরবো ভাবছি
কানে মারবো দুইটা তালা।
যা হবার হোকগে দেশে
আমার তাতে কি
আমাদের ঐ ডাল ভাতই হবে
উনারা খাবে ঘি।