শুনছি তিনি ফিরবেন দেশে
তাই হচ্ছে কানাকানি
কেউ বলছে বড় কর্তার
গদি হবে টানাটানি।

আত্মরক্ষায় উড়াল দিছে
বাঁচাতে নিজের জান
কেউ বলছে খুনি লুটেরা
কেড়ে নিছে কত প্রান।

হঠাৎ সবাই অদৃশ্য হলো
পায়না কারো খুঁজে
লোকালয় ছেড়ে লোকান্তরে
আশ্রয় নিছে সব বুঝে।

চারিদিক হতে খবর শুনি
সাপ লুডুর মতো খেলা
পালিয়ে আছে বোয়াল গুলো
বিপদে আছে চ্যালা।

গনতন্ত্র নাকি খেয়ে ফেলেছে
অধিকার নিছে কেড়ে
পরিবার তন্ত্র কায়েম করিয়ে
বসেছিল খুটি গেঁড়ে।

শুনছি সে গুম করেছে, খুন করেছে
পাচার করেছে টাকা
নেতারা সবাই কুমির হয়ে
গিলে ফেলেছে ঢাকা।

আইন বিচার ইশারায় গেছে
ছিলোনা কেউতো বলার
আজকে দেখি চতুর্দিকে সবার
জোর হয়েছে গলার।

আয়না ঘরের বন্ধি শালার
গল্প শুনি যাই কত
ইচ্ছে মতো আলিফ লায়লার
কাহিনী বানায় যত।

ছত্রিশ দিনে মাস করেছে
মেধাবী ছাত্র সমাজ
দুধের শিশু সচিবকে বলে
এভাবে করবেন কাজ।

জুতার মালা গলায় দিয়ে
বিদায় নেয় মাস্টার মশাই
হাত পা বেঁধে জবাই করেছে
জ্যান্ত মানুষকে কষাই।

পলকে পলকে বন্ধ হয়েছে
সকল ইন্টারনেট
পুড়িয়ে নাকি ছারখার করেছে
সংযোগের হয় লেট।

পুলিশ মারে ছাত্র মারে
জনতাও দেয়নি বাদ
মনে যত ক্রোধ ছিল যার
পুরুন করেছে তার সাধ।

জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত
লুটপাটে একাকার
গুড়িয়ে দিয়েছে কত ঘরবাড়ি
যত ছিল চমৎকার।

ক্ষতবিক্ষত লাশ গুলো ঝুলে
নেই তার প্রতিবাদ
হাসপাতালের বেডে কাতরায়
যারা পেয়েছে আঘাত।

হাত নেই কারো পা নেই কারো
অন্ধ হয়েছে কত জন
মর্গের লাশ খুঁজে বেড়ায় কেউ
আহাজারি করে স্বজন।

সিসি আইসিইউে গভীর নিদ্রায়
কত জন আছে পরে
কত জনে আজো নিখোঁজে আছে
জানে না ফিরবে কি ঘরে।

থানা পুলিশ ফায়ার সার্ভিসের
ছাড়েনি ময়লার গাড়ি
নৃশংসতার তাণ্ডব লীলায়
ছাড় পায়নি গর্ভ নারী।

কেউ ব্যস্ত জবর দখলে
কেউ তুলছে চাঁদা
আজ ভাবি তাই ভুল করেছে
আমার বাবা দাদা।

একাত্তরে মুক্তি যোদ্ধার
মুখে মেখে চুনকালি
মানুষ হত্যা করেও ওরা
মিষ্টি খেয়ে দেয় তালি।

খাবার খাওয়াইয়ে পিটিয়ে মারে
এতটুকু নেই মমতা
বিশ্ববিদ্যালয় কুরুক্ষেত্র বানায়
হাতে পেয়ে ক্ষমতা।

ক্ষমতা লোভের সোনার বাংলা
লাশ কাটার এক ভাগাড়
হারাম খেয়র ভুড়ি হয়েছে
আরো খেতে চায় আহার।

সততার কথা বিলিয়ে বেড়ায়
শোনায় কত যে বানি
বাহিরে ছড়ায় নীতির প্রলাপ
ভিতরে বাড়ায় শয়তানি।

দেখার শোনার ভুল যে কত
মানুষের বানায় বোকা
বারংবারে ওদের বিশ্বাস করে
খেয়ে যায় শুধু ধোকা।

একই নদীর শাখা প্রশাখা
ভিন্ন নামে সব ডাকি
নামে কিছু আসে যায় কি
চরিত্র তো সবার একই।