মানতে পারিনি সইতে পারিনা
অশ্রু ছেড়ে দেয় চোখ
নৃশংসতা দেখে হাউমাউ করে
কেঁদে উঠে এই বুক।
কিরে তোরা ?
তোদের কি নেই
এতটুকু মায়া মমতা
কোলের শিশুটি বাদ দিলিনা
হাতে পেয়ে অস্ত্রে ক্ষমতা।
তোদের ঘরে কি নেই সন্তান
নেই কি ভাই বোন
বাবা মায়ের কি স্নেহ পাসনি
সীমারের মতো মন।
পাখির মতো মারছিস মানুষ
জানোয়ারের মতো প্রহার
আখেরাতে সকল বিচার করবেন
নিস্তার হবেনা কাহার
আর্তনাদে ফাটছে শহর
গোরস্থান ও আজ বোবা
চিৎকার করে আহাজারি করছে
নদী নালা খাল ডোবা।
থেমে গিয়েছে আকাশের মেঘ
তোদের তামাশা দেখে
চিৎকার করে পশুপাখিরা
বিচার চায় আল্লাহ ডেকে।
তোদের ঘরে মরতো যদি
শিশু ভাই ছেলে মেয়ে
বেঁচে থাকার স্বাদ চলে যেত তবে
মরে যেতি বিষ খেয়ে।