রক্ত ডেঙ্গিয়ে মসনদ ভাঙ্গিয়ে
করে চলেছো শাসন
কালো চশমার ফাঁকে দেখনি
দেশে চলছে ত্রাসন।
রাস্তা ঘাটের বেহাল দশা
দেখার লোকের চোখ অন্ধ
ভাগাভাগি আর কাড়াকাড়িতে
বেড়েছে তুমুল দ্বন্দ্ব।
কথায় কথায় জোট বাধিয়ে
বন্ধ করে সব রাস্তা
পিটিয়ে মারে ঐক্যজোটে
জীবনের দাম বড়ই সস্তা।
ফাইল উপর ফাইল জমেছে
কোটি কোটি সব মামলা
বাবুসাহেবরা নাক ডেকে ঘুমায়
তাড়ি খেয়ে তিন গামলা।
পুলিশের ভয় করে না তো আর
অপরাধ জগতের সৈন্য
মুলা খেয়ে আজ টয়লেটে ঝেড়ে
বলে উঠে মোরা ধন্য।
সেনা বিজিবি তামাশা দেখে
বোকার মতো হয় নির্বাক
সহসা হারিয়ে নিরীহ মানুষ
বুদ্ধিমান আজ হতবাক।
ষোল বছরে দৌড়াদৌড়িতে
প্রশাসন ও আজ ক্লান্ত
জীবনের মায়ায় পিটুনির ভয়ে
প্রতিবাদীরা মন ক্লান্ত।
ব্যস্ত হয়েছে সোনার ছেলেরা
বিদ্যালয় দিয়েছে ছেড়ে
ন্যাংড়া শয়তান দল বেধে সব
বসেছে ওদের ঘাড়ে।
কি হবে আর পড়ালেখা দিয়ে
আন্দোলনে হয় সব
মহাজ্ঞানী তারা ধর্ম বিশারদ
মানেনা নিজের রব।
মুক্ত স্বাধীন নেই পরাধীন
সবাই বেজায় খুশি
মশকরা করে দাত কেলিয়ে
খলখলিয়ে দেয় হাসি।
মানুষের পেটে অমানুষ হলো
নেই ওদের রূপরেখা
ঈর্ষান্বিতে ফোঁসফোঁস করে
দৃষ্টি ওদের আড়চোখা।
সাদা পায়রার ডানা ঝেটেছে
মেখম সেজেছে দাঁড়কাক
লোকালয়ে এখন শিয়াল শকুন
নীড়ে শুকরের ঝাঁক।