মোঘল গেল সালতানাত গেল
গেল ইংরেজ জমিদার
পাকিস্তানিদের শোষণ গেল
পেলাম না তবু অধিকার।
নায্য দাবী আর না পাবি
ওরে বোকা বাঙ্গালী
শতাব্দীর পরে শতাব্দী ধরে
দিয়ে গেলি শুধু তালি।
ভাষার যুদ্ধ স্বাধীনতায় ক্ষুব্ধ
বাচা মরা বীর সৈনিক
যুদ্ধ করে বেঁচে আছে যারা
কেঁদে ভাসায় তারা দৈনিক।
বুনো শুকুর আর হায়নার দল
ছাড়েনি আজো পিছু
অন্যায়ের কাছে হাটু গেঁড়ে বসে
মাথাটা করছি নিচু।
জবর দখল চুরি ডাকাতি
নিত্য দিনের সঙ্গী
মানুষের মাঝে বিরাজ করেছে
সন্ত্রাসী নামের জঙ্গি।
অন্ন জোগাতে ব্যর্থ হচ্ছে
গরীব দুখী মধ্যবিত্ত
চুষে খাচ্ছে পিষে মারছে
ঘটে চলেছে নিত্য।
ফ্যালফ্যাল করে তাকিয়ে কাঁদে
অসহায় গরীব গুলি
তাদের জন্য কোন দিন হয়তো
ফুটবেনা মুখের বুলি।
আর কত কাল চেয়ে দেখবো
স্বাধীনতার এমন স্বাদ
দেখতে দেখতে কত জনের জীবন
ডুবে যাবে দিন রাত।