যেখানেই গজাই শেকড়বাকড়
সেখানেই মারে কোপ
খোলা ময়দানে বাড়ির আঙিনায়
হউক না ঝাড় ঝোপ।
আশ্রয় খুঁজি বারং বারে
ঠাঁই মেলেনা মোর কোথা
যে খানেতে খুঁটি পুতে বসি
উপড়ে দেয় শাফলে মোতা।
হিংস্র থাবা বসায় ঘাড়ে
দাঁত খিচকানো হায়না
প্রয়োজনে তারা ছুটে আসে
ধরে কত যে বায়না।
নিজের জন্য তুলে নেয় হাতে
হাতিয়ার নয়তো বাড়ি
আপন করে সাথে নিয়ে চলে
যখন এ পৃথিবী যায় ছাড়ি।
উপকার করি সারাটি জীবন
তবু পাই যে অপবাদ
শাখায় বসাইয়া বনের পাখি রে
আশ্রয় দেই সারা রাত।
বনের পাখিরা আমার জন্য
কত যে দিওয়ানা
মানুষের আমি উপকার করেও
তিরস্কার পাই ষোল আনা।
আমারে শুকিয়ে বাশি বানিয়ে
সুর তোলো কত গানে
লগি মাস্তুল চরাট বানাও
তরী ভাসাইলে বানে।
শৈশব কালে তরকারিতে আর
বৃদ্ধতে গেলাম চুলায়
সব বয়সে সঙ্গী হয়ে আজ ও
মাথায় হাত না কেউ বুলায়।
কথায় কথায় পিছনে গুঁজো
তামাশার বস্তু হলাম
সত্যি বলছি উপকার করে
বড় পুরস্কার পেলাম।