কেউ বলেছে আমার তরে
আমি নাকি রক্তচোষা
খোজ নিয়ে দেখো তারাই আসলে
মুখোশ পরা বেশভূষা।

কত মুরব্বি কত মাওলানা
বলেছে আমার তরে
আমি নাকি ভাই সুদের বানিজ্য
দিয়েছি এদেশের ঘরে।

হাদিসের পৃষ্ঠা উল্টে পাল্টে
আমারে কয় হারাম খোর
কত মানুষের কর্ম দিয়েও
বানিয়েছে আমারে চোর।

ইসলামের আইন থাকলে দেশে
বানাইতো মোরে জিনাকারী
কোথায় আজকে লুকিয়ে আছো
দাম্ভিকেরা সব অহংকারী।

কেউ বলেছে পদ্মার জলে
চুবুনি দিবে আমার দেহ
তারই আসনে মুকুট পরে আছি
দেখিনা তাদের আর কেহ।

কত লোকজন কত আয়োজন
কতনা আইনের ফন্দি
দু হাতে শিকল পরিয়ে আমায়
করতে চেয়েছিল কেউ বন্ধি।

কেউ নেই আজ ফাঁকা ময়দান
লোকালয় গেছে ছেড়ে
ভরে আছে আয়নাবাজি দেশে
বেশধারী ভন্ড পীরে।

নীতিকথার বই বন্ধ করে আজ
হাতে হাত বুক মিলায়
ওরাই এখন ক্ষমতার লাগি
মেতেছে নতুন খেলায়

বুকে আছে বল মনেতে সাহস
দেহেতে নেই ক্লান্তি
নিজের জ্ঞানে কঠোর শ্রমে
এনে দিবো দেশে শান্তি।

চিন্তা চেতনা দেশ গড়ব মোরা
আনতে চাই দেশে সুখ
মুখে মুখে যেদিন প্রশংসা শুনবো
সেদিন যাবে মনের দুখ।

আমার বিদায়ের পরেও যেন
থাকি যেন সবার মনে
মরনের পরে সবাই যেন
কেঁদে ভাসায় নির্জনে।