আমি অবাক আমি লজ্জিত
আমি নির্বাক হতভম্ব
ফেটে গিয়ে দেহের পিঞ্জিরা
আঘাত আর ভুমিকম্প।
হেটে চলেছি অজানা পথে
কোথায় তার শেষ প্রান্ত
অবহেলার এই জীবনের তরে
হবেনা কোন দিন সান্ত্ব।
ক্লান্তি দেহে শান্তি বিনাশ
কখন যেন হই ধপাস
তেপান্তের মাঠ দেখে আজ
হলেম আমি হতাস।
ক্ষনিকের লাগি বৃক্ষরাজির
এতটুকু শিতল ছায়া
বিশ্রামের আশায় আকড়ে বসে
রইলাম মরিচিকার মায়া।
থমকে গেছে কখন যে হাওয়া
করিনাই একটু খেয়াল
লাল পিপড়ার ঝাঁক কামড় বসিয়ে
করেছে কি বেহাল।
পাহার পর্বত বন জঞ্জলে
যত আছে বিষাক্ত সাপ
তার চেয়ে অধিক যন্ত্রণা দায়ক
আপনার অভিশাপ ।
বাজ পরেছে মাথার উপর
তীর বিঁধেছে বুকে
জগত জীবনের অর্ধ সময়
কেটে গেলে এমন সুখে।
তীর্থ পথের যাত্রী হয়ে
কেটেছে আজ জীবন
এখন শুধু অপেক্ষায় থাকি
কখন আসিবে মরন।