বুক পেতে জীবন দিয়ে গেলাম
কাল হবে আমার সৎকার
ঝাঁঝরা বুকটি গলে যাবার আগে
যদি পেতে তোমরা অধিকার।

আমার নামটি শহীদের পাতায়
লিখে রেখ করুনা করে
কোটা সংস্কার দেশ হয়েছে
শুনিতে পাই যেন ভোরে।

মাকে বলিও ক্ষমা করে দিতে
পেয়ে গেছে সাইদ শিক্ষা
আল্লাহ কাছে বিচার দিয়েছি
দুহাতে চেয়েছি ভিক্ষা।

বাবার স্বপ্ন পুরুন হলোনা
ভুলে যায় যেন অভিমান
রেখে গেলাম দেশে নির্যাতিত
লক্ষ লক্ষ তোমার সন্তান।