তাহার আগমনী গীত আসিল
মোদের কর্ণকুহরে,
শা'বানের শেষান্তে হাজির হইল
মুসলমানের দুয়ারে।
বিধাতার প্রেমে মশগুল হয়ে
সিয়াম সাধনায়,
মাসব্যাপী রেখে রোজা
থেকে আরাধনায়,
খোদার ডরে,নাজাতের তরে
করেনা ভক্ষণ তব অন্ন থাকিতে ঘরে।
রোজার মহীমায় পূর্ণ হলো
মুসলমানের জীবৎকাল,
পাপ গ্লানি চূর্ণ হয়ে
সঞ্চিত হলো নাজাত মাল।
ধ্বনিত হলো গগন-পবন
শোভিত বিশ্ব ব্রহ্মাণ্ড,
সমাজ হইল কলুষমুক্ত
শয়তান জিঞ্জিরাদণ্ড।
থাকিতে চাহি জীবনাবধি
তোমারই সাধনায়,
মুক্তি মাগি খোদার দ্বারে
এই ওছিলায়।
বুঝালে তুমি ক্ষুদার তাড়না
শেখালে শ্রেষ্ঠ হতে,
এ প্রদীপ শিখা জ্বলে যেন সদা
প্রতি বানবের ঘরে।
রচনাঃ১৫/০৮/২০১২ ইং