স্বাগত!হে রমজানুল মুবারক হে স্বাগত!
রহমতের বিপুল ধারা নিয়ে আসো হে আগত।
পাপে ঘেরা এই হৃদয় গহীনে
পুড়িছে নিয়ত বিষম আগুনে।
দজলা,ফোরাত,নীলনদ আর
গঙ্গা,সিন্ধু জোয়ারের বেশে,
শোক তাপে ভরা ক্লিষ্ট মনে
ভরে দাও প্লাবনে এ রোজার মাসে।
ধুয়ে নাও তুমি,যত আছে পঙ্কিলতার ধুলি,
দাও মুছে মোর সব,কলুষ পাপের থলি।
তোমার গমনে মোদের সমাজে
উল্লসিত হয়ে ছুটিছে নামাজে।
মাহে রমজানে সদা ইবলিসকে খোদা
বাঁধিয়া রাখেন লৌহ জিঞ্জিরে,
যাতে করে মানব করিতে পারে
ইবাদত তাঁর দরবারে।
ছোটে মসজিদ পানে,ছুটে যায় দলে দলে,
সকলেই দয়া মাগে,ক্ষমা চায় অশ্রুজলে।
মোদেরে দেখালে সাম্য,মৈত্রী,ভ্রাতৃ,
জঠর জ্বালার প্রকৃত স্বরুপ;
সারা জাহানের মুসলিম পেল
নব সমাজ,ভ্রাতৃত্বের নবরুপ।
দেখো,গগন পবনে ভাসে নিত্য শত গান,
আজই তোমার প্রতি গেয়ে যায় কত শান।
ভেঙ্গে দিলে তুমি মোহের প্রাচীর
বিচূর্ণ করিলে পাপের জিঞ্জির।
শিখাইলে তুমি অনৈক্যহীনতা,
ভুলিতে রাহাজানি ভেদাভেদ;
মুসলিম সদা ভাই ভাই রবে
গড়িবে প্রগাঢ়,অভেদ্য সুহৃদ।