আবার এসেছে ফিরে ৮ই ফাগুনের
সেই অমর ২১শে ফেব্রুয়ারি,
হয়েছে আবারও রঙিন তাই
সেজেছে কৃষ্ণচূড়া সারি সারি।
সালাম,রফিক,বরকতের রক্তে
দেখ রক্তিমা রাজপথ,
শফিক,জব্বারের বাঙলা ভক্তে
আজও অক্ষত উত্তোলিত হাত।
আজিকের দিনে প্রথম প্রহরে
ছোটে ঐ প্রভাতফেরীর দল,
দেখ মাতৃভাষারর তরে শত সালামের
বক্ষে করে হোমাগ্নি জ্বল জ্বল।
এ দিন আসিলে বাঙালিরা সবে
জানায় তোমাদের বিনম্র শ্রদ্ধা,
শহীদের স্মরণে জপে কত ভালবাসা
আমার দেশের সব বনিতা আবাল বৃদ্ধা।
পথের ধারের বৃক্ষ হতে ঝরে যেন সদা
বাঙলা শব্দের এক একটা তান,
পুষ্প নয় যেন তাহা
মাতৃভাষার বিজয়ী রৌশান।
২১ তুমি বাঙলা রক্ষার প্রথম উদ্বোধন,
২১ তুমি বাঙলা কাব্যের আদ্যপ্রান্ত চরণ।
তুমি একুশের বিয়োগ ব্যথা
ভাষা শহীদের তাজা খুন,
বরকতের অমরতা সুর তুমি
সালামের মায়ের হারানো প্রসূন।
আমার দেশের মত নেই কোনো দেশ
বিশাল এই বসুধার মাঝ,
ভাষার লাগি করিয়াছে আত্ম শেষ
বাঁচাইয়াছে মাতৃভাষার তাজ।
আপন প্রাণ বাজি রেখে তারা
বুনিয়াছে বর্ণমালার মাঠ,
তাদেরই রক্তে রঞ্জিত দেশের
শহর গাঁয়ের হাট।
বাঙলার তরে করেনি মাথানত তারা
দিয়াছে কত রক্ত ঢালি,
তাদেরই বিনিময়ে পাইয়েছি প্রাণের ভাষা,
পাইয়াছে ফিরে মায়ের ভাষা বাঙালি।