একটি ফুলের খোঁজে এ মন গাঁথিয়াছে শত কাঁটা,
তবু সাবনশেষে দেখিল হৃদয়
বৃথা সে পথ হাঁটা।
ফুল ফুল করি ছুটিয়াছেে সদা,নেই যে কভু দেখা,
ধরা মাঝে কোথাও নাই,
আছে কণ্টক থোকা থোকা।
একটি ফুলের খোঁজে আমি......
হাটিয়াছি দূর্গম গিরি,পদাঘাতে ভাঙ্গিয়া পাথর,
জৈষ্ঠ-দুপুরে চলিয়াছি ছুটে
পাইয়েছি দিনেষ প্রখর।
গিয়াছি বারিশ তীরে,বেলাভূমি পারাবারে,
গিয়াছি গভীর নিশিতে,তিমির অন্ধকারে।
একটু সুখের খোঁজে আমি......
উড়েছি বলাকার বেশে শুন্য হতে মহাকাশে,
খুজেছি শকুন-চোখে,
খুজেছি তারে অনন্ত বাতাসে।
গিয়েছি তারার দেশে আমি গিয়েছি চাঁদের ধারে,
সেখানেও নাই ফুলের দেখা!
আসে হতাশাই ঘুরে ফিরে।
খুজেছি তোমায় নীলিমার নীলে,শরতের গগনে,
খুজেছি ফাগুনের সেই স্নিগ্ধ সুবাসি দখিনা পবনে।
একটি ফুলের লাগি....
গিয়েছি গহীন বনে,বসিয়াছি শাখী প্রান্তে,
তন্নতন্ন করে খুজেছি তোমায়,
হিজলের বক্র বৃন্তে।
দিন দিনান্তেে,মরু কান্তারে আমি
পাইনি ফুলের মিলন,
সত্যিই মোরা পুষ্প ভিখারি
সকলেরই শুন্যতা ভরা জীবন!!