অগণিতকাল সুপ্ত থাকিয়া মানব উঠিবে শয্যা ত্যাগী,
বিবস্ত্রতনে চলিবে তাহারা,ছুটিবে কেবলা মুখী।
হাজার বৎসর দাড়িয়ে কাটাইয়া রহিবে অপেক্ষমান,
কেহ হইবে স্বর্গসুখী আবার কেহ হইবে অপমান।
বলিবে পাপী হে মোর খোদা,দাও আমায় পরিত্রাণ,
কহিবেন প্রভু পাপের হেতু পাইবে তার প্রতিদান।
তথাপি মানব করিবে রোদন হে খোদা দয়াময়,
করিব না আর মৎসরি হায়!পাঠাও মোরে পুনরায়।
যে জন করিছে পুণ্য কর্ষ,সেই পাবে পরিত্রাণ,
বক্র যাহারা বঞ্চিত তারা,পাবেনা স্বর্গঘ্রাণ।
প্রভুর আজ্ঞা মানিতে যারা করিছে দ্বীন বিস্তার,
তাহারা ব্যতী পাইবেনা কেহ,পাইবেনা নিস্তার।
বলিবেন খোদা ধরাশায়ে তোরা করেছো দেদার পাপ,
তবে কেন আজ নর্ক দেখিয়া আফসোস পরিতাপ।
শুধাবেন প্রভু দর্শনি কভু আমারই বন্দাগণ,
শর্বরী নিশি বিনিদ্র কাটাইয়া করিয়াছে ক্রন্দন।
তাহাদের আজ বিমৃষ্টাবাস খোদার অমৃতালোক,
যাচো যদি তাহা,ছেড়ে দাও ঐ মিছে সে মায়ালোক।