দেখিয়াছি আমি দেদার মানব এই ধরণীর মাঝ,
পাইনি আমি কারো মাঝে কভু তোমা সম কাজ।
দেখিনি আমি কভু তোমায়,করেছ পূর্ণাহার,
না জানি এ যুগে আছে কিনা এমন অর্ধাহার!
পেয়েছি তোমার মাঝে অসংখ্য বিপুল,অফুরন্ত গুনাগুণ,
মানিয়াছ হরদম,যত আছে নিয়ম-কানুন।
পারেনি কেউ হঠাতে তোমায়,ন্যায় নীতিতে তুমি বলীয়ান,
সর্বলগ্ন গেয়েছ তুমি সত্য-সাচের জয়গান।
তোমার ভয়ে শিষ্য শাগরেদ কাঁপিছে থরেথর,
পরক্ষণই আবার আসিয়া তাহারা রাখিয়াছে হাতে কর।
উদার কণ্ঠে ডাকিয়াছ তাদের নিখুঁত সে নির্মলাদরে,
স্নেহ হস্ত বুলাইয়া দিয়াছ তাদেরই মস্তক-পরে।
নেতার আজ্ঞা মানিতে তুমি থাকিছ সদা প্রস্তুত,
শত ব্যপৃতের হালেও আবার গেয়েছ খোদার স্তুত।
দেখিয়াছ যারে পথমাঝে কারে,করিতে অপ-অন্যায়,
তবাদি তারে বলিয়াছ বাছা!এমন করিতে নাই।
করোনি কভু সাচ্চা বলিতে ভয় কিবা কোনো লাজ,
সত্যিই তুমি বিরল-মানব এই ধরণীর মাঝ।
খোদার দ্বারে আরজি মোদের হে খোদা,
করো তুমি তারে মহান,
তাঁহার ন্যায় হয় যেন মালিক
সব গুরুদের প্রাণ।।