চলো,ভেঙ্গে ফেলো ঐ বিষণ্ন জিঞ্জির,
হেলিত প্রেমের কারাগার;
যাতে মুক্ত-বেড়িহীনতায় বাঁচে;
শুনিনা কোনো অভাগা যুবকের হাহাকার।
দেখো,তর্কিত প্রেমের শৃঙ্খলে ওরা
অবিরত করিছে কাঁদন,
চলো,ছিড়ে ফেলো সব নিন্দিত প্রেম
আর নাটকী প্রণয়-বাঁধন।
যে প্রণয় হেতু ছাড়িছে বন্ধু-স্বজন
আর শিক্ষালয়ের মায়া,
চলো,বাঁচাইয়া লহ তারে
যেন,মিছে প্রেমাগ্নিতে দগ্ধ হয়না কায়া।
ভেঙ্গে ফেলো সেই শোকার্ত অদ্রি
কলঙ্কে ভরা মহা প্রাচীর,
দগ্ধ করো এই বিনাশী সন্ধি
যা,দূষিত করে নিয়ত মৃদু সমীর।
জ্বালিয়ে জ্বালিয়ে করো ভষ্মীভূত
ওই নামীত প্রেমের বাটী,
নইলে ওরা যাবে হারিয়ে অনন্তবাঁকে,
পারিবেনা করিতে জীবনটা পরিপাটি।।
প্রণয়কলহ বানাবে ওদেরে ভীম
ভূত-প্রেত আর কঙ্কাল,
সবশেষ তারা ছাড়িবে বন্ধু-স্বজন,
হারাবে ইহকালে-পরকাল।
প্রেম প্রেম বলে ছুটিছে কেন ওরা,
কেন টুটিছে আসল বাঁধন,
ক্ষণদিন পরে কী করিবে কোথায়,
কে মুছাবে তাদের অপাঙ্গে কাঁদন!