কেন দস্যু নিধন নামে ফেলিছে মরণ বোমা
সিরিয়ার ঐ ভূমে,
কেন নিষ্পাপ শিশুরা মরে,
কেন সহস্র লাশ দেখি ডানে বামে!!
যদি মানবতা নামক শব্দটি থাকে
বিশ্ব নামের অভিধানে,
তবে রক্তস্রোত আর লাশের গন্ধ কেন
বিরাজিত সিরিয়ার কোণে।
কেন গড়েছ শত সংঘ আর
হাজারো শান্তি সনদ,
বাঁচিল না যদি মানবতার বাক্য
তবে রাখিছো কেন ঐ মসনদ!
কেন বছরজুড়ে গাঁহিছো মানবতা নামে
প্রতারণাময় গানের বাণী,
আজি দেখিছে বিশ্ব সংঘ মোদের
ফলপ্রসূ কতখানি!
দেখো গোলাবারুদের বিকট শব্দে
কাঁপিছে সিরিয়ার মাটি,
দেখো আমার ভাইয়ের রক্ত নিয়ে ওরা
ভরিছে উদর,নিয়ত ডিনার বাটি।
নিষ্পাপ শিশুর নিথর দেহ নিয়ে দেখো
আহাজারি করে পিতা,
দেখো,একটুখানি বাঁচিবার তরে
ছুটিছে চারিদিকে,যেথা সেথা।
আহত সন্তান বুকে নিয়ে ছুটিছে কত মা
কিঞ্চিত নিরাপত্তার খোঁজে,
তবু পাইল না তাঁরা নিরাপদ আশ্রয়
আবার দেখিল মৃত সন্তান কোলের ভাঁজে।
যদি ক্ষুধার তাড়না মেটাবার লাগি
মজলুমেরা ঐ নর্দমায় রাখিছে মুখ,
তবে লক্ষ কোটি দিনারে কেন হবে মোর
বিলাসি ভোজন আর অগণিত সফর সুখ!
কেন নৃশংসতার কুণ্ডলি দেখে সদা
বসে আছো স্বর্ণ লঙ্কার প'রে,
কেন বিশ্ব নেতার খেতাব লয়ে তবু
কাঁদেনা হৃদয় সিরিয়া শিশুর তরে!
কেন মুসলিম ভবের নেতা সেজে তোমারা
রহিয়াছ চুপটি মেরে,
কেন ভাঙিল না আজও তোমাদের ঘুম
সিরিয়ান শিশুর হাহাকারে!