"বদলে দাও কোটার রীতি"
কেন কোটা নামের ঐ অনৈক্য নীতি
রহিবে স্বাধীন দেশে,
কেন লাখো মেধাবীরে হেলায় রাখিয়া
বন্টিত হয় ৫৬ শতাংশে,
কেন বঙ্গবন্ধুর সোনার বাংলায়
মেধাবীরা কেঁদে মরে,
কেন অবহেলা আর চাকরিহীনতায়
অকালেই প্রাণ ঝরে।
কেন অগণিত মেধার মৃত্যু ঘটে
আশেপাশের বিষপানে,
কেন সহস্র বেকার ছুটে চলে ঐ
নেশক বাড়ির পানে।
কেন বেকারত্বের অভিশাপ লয়ে
দিগ্বিদিক ছুটে চলা,
আবার সমাজ কিংবা পরিবারের গালি
নতুবা প্রিয়দের অবহেলা!
যদি কোটি কোটি সাধারণীরা পায়
নগন্য কিছু অংশ,
তবে কেন ঈষৎ সংখ্যক লোকদের তরে
বরাদ্দ হবে ৫৬ শতাংশ,
দেখো,লাখো লাখো কত সোনার ছেলেরা
দাবি নিয়ে রৌদ্রদগ্ধ পথে,
দেখো,লক্ষ মেধাবী স্লোগান তোলে
সুরে সুর মিলিয়ে একসাথে।
দেখো,সান্ত্বনা সনদ বক্ষে ঝুলিয়ে
বলে যায় সদা,করো কোটা সংস্কার,
তবে কেন তোমারা শুনোনা কোনো দাবি,
বুঝোনা তাহা দরকার!
কেন ভুলে যাও সদা শিক্ষার্থীদের
সেই উষ্ণ চেতনার কথা,
ভুলে যাও কেন ইহারাই এনেছে
৫২ এর ভাষা আর ৭১ এর স্বাধীনতা ।
নিরব কন্ঠে বলে যাই মোরা,
অবিলম্বে করো কোটার সংস্করণ,
নইলে জ্বলে উঠবে সকল ছাত্র সমাজ
করিবে আমরণ অনশন।
মোরা চাইনা হঠাতে কোটা রীতি
চাই শুধু ইহার সংস্কার,
হয়ত এ দাবি মানিবে দেশপতি
বক্ষে অফুরন্ত বিশ্বাস।