অনুভূতি সব রয়ে গেছে আজও
ব্যথিত হৃদয় মাঝে,
থেকে থেকে নয়,রাত্রনিশিতে স্মরে
গোধূলি কিবা সাঁঝে।
তুমি কি ভেবেছিলে তোমায়
ভুলে যাব ক্ষণকালে?
বুঝোনি কভু ভুলিবনা ঐ
প্রিয়তীর মুখ কোনোকালে।
তুমি তো ভেবেছিলে সদা,
ভুলে যাব অনায়াসে,
বলিতে পারো তুমি,
ধরণীর সকলেই কি ভুলিবার তরে ভালবাসে?
বলেছিলে তুমি গভীর রজনে
চুপি চুপি শ্রবণে,
শপথে কহেছিলে,রাখিব সদাই মনে,
কালবৈশাখী বা বসন্ত কিবা শ্রাবণে।
কভু কি আসিবেনা মোর হাতে রক্তিম বা
শুভ্র গোলাপের থোকা,
আর কি মিলিবেনা চোখে ঐ
চন্দ্রিমা হাঁসির দেখা,
কোথায় গিয়াছ তুমি,হয়ত সুউচ্চ ভূমি
নয়ত গগনচুম্বী কোনো বাসে,
হৃদয় কাঁপেনি কভু,
আছো কি নিরানন্দ তবু,
বিষণ্ণতায় কেন প্রাণ হাঁসে।
এইত সেদিনই তো কত হাঁসি,কত আনন্দ
আর কত যে ছিল প্রফুল্ল এই মন,
হারিয়েছ তুমি সকল স্মৃতি
পাইয়াছ মহামূল্য এক আপন।
সদাই সুখে থাকো তুমি,
গেয়ে যাব তোমার এই গান,
থাকিবে এ হৃদয় মাঝে তুমি
চিরদিনই অম্লান!