জানি আমার এ কাব্যের ভাষা
হৃদয়ে তোমার লাগিবে বিষময়,
তবুও আমায় একটুখানি দাওনা অবকাশ,
রচিতে শোক গাঁথা এই শুন্য হিয়ায়!
আজ দাওনা ওগো,দাওনা একটু উড়তে
তোমার ঐ আলোকিত সুখের আকাশে!
দাওনা প্রিয়,দাওনা ঈষৎ সুযোগ!
করিব সামান্য বিচরণ তোমার ঐ স্বর্গ বাতাসে!
দাওনা ভিড়িয়ে একটু সুখের তরণী
ক্ষুদ্র এ হৃদয়,প্লাবিত অন্তরে!
দাওনা এনে সেই অমৃত গরল,
যাহা পানে তোমায় ভুলিব একেবারে!
একটুখানি দাওনা শীতল পরশ
গ্রীষ্মের এই রৌদ্র প্রখরে,
বাস্তবে না হোক,স্বপনে আসিয়া
ভরে দাও নীরে আমার অবহেলিত অন্তরে।
দাওনা ফিরিয়ে আকাশেরে ঐ
মায়াবী জ্যোতি,দাও আবার দর্শন,
হয়তবা তাহা হতে পারে শেষ দেখা,
নিতে হবে বিদায়,ছাড়িয়া তোমার সাজানো ভূবন!
তোমার ঘরের আলো হতে মোরে
দাওনা একটু,দীপ্ত বাতির ছটা,
নাইবা হলো আলোকিত নীড়,
রয়ে যায় যেন অবিরত পথ হাঁটা।
নাইবা দিলে পুষ্পমালা
দিও আমায় কিছু কাঁটা!
তোমার দেওয়া কন্টক দ্বারাই,
সাঁজাবো আমার জীবনের বাটা।
করিতে দাওনা দুঃখের স্নান
তোমার ঐ সুমিষ্ট সরোবরে,
একটুখানি চলোনা হেঁটে ফিরি,
স্নিগ্ধ বায়ু আর বেলাভূমি পারাবরে!
দাওনা কিছু জায়গা আমায়
তোমার ঐ অমূল্য বক্ষ-মাঝে,
হলফ করিয়া বলিতেছি প্রিয়া,
ফিরে যাব চলে,গোধূলির পর সাঁঝে।