"একাকী জীবন "

একলা হেঁটে যেতে হবে এই একাকী পথে,
বেলা শেষে যার অপেক্ষায় থাকবে বসে
সে তখনও ব্যস্ততার সাগরে ডুবে।

একাকী জীবনে কোনো এক গভীর রাতে,
তারাদের মাঝে হারিয়ে
সময়ের মুখোমুখি দাঁড়িয়ে,
নিজেকে সাজিয়ে রাখা হয় একাকিত্বের রঙে।

আঘাত দেওয়া হাত যখন দূরে চলে যায়,
একাকিত্ব ঘিরে ধরে ।
সময়ের মুখোমুখি দাঁড়িয়ে,
স্বাধীনতা ও শান্তির অনুভূতিতে প্রাণ জুড়ায়।