পণ্যে ভেজাল শূন্যে ভেজাল
ভেজাল নানান কাজে,
নানান জাতের ফলগুলো সব
ভেজাল দিয়েই সাজে!

টাকায় ভেজাল ঢাকায় ভেজাল
ভেজাল কেনাকাটায়,
দুদক যদি তলব করে
ভেজাল হিসেব খাতায়।

নীতির ভেজাল প্রীতি’র ভেজাল
ভেজাল নাইরে কিসে?
রোগ নিরাময় ঔষধপত্র
ভেজাল তাতেও মিশে।

সুখের ভেজাল মুখের ভেজাল
ভেজাল প্রতি ঘরে,
প্রকৃতির দান খাবার পানি
ভেজাল তারই স্তরে।

রাস্তায় ভেজাল সস্তায় ভেজাল
ভেজাল চতুর লোকের,
ঝড় আর বাদলা দিনে
ভেজাল গরিব দুঃখের।

কর্মে ভেজাল শরমে ভেজাল
ভেজাল পদে পদে,
জামাই মিয়া শ্বশুর বাড়ী
ভেজাল পেটের ক্ষীদে!

রঙে ভেজাল ঢঙে ভেজাল
ভেজাল মেলামেশায়,
লোভ আর অসৎ ঝুকে
ভেজাল টাকার নেশায়।

নিয়োগ ভেজাল বিয়োগ ভেজাল
ভেজাল অফিস পাড়ায়,
নির্বোধ আর অলস যে
ভেজাল শুধুই বাড়ায়।

দেখার ভেজাল শেখার ভেজাল
ভেজাল সবার ধারে,
সরিষ্যায় যদি ভূত থাকে
ভেজাল দ্বিগুন বাড়ে।

অধম কবি'র প্রশ্ন সোজা
ভেজাল কেন যুক্ত?
আসুন সবাই হই সচেতন
ভেজাল হবে মুক্ত।


পাগাড়, টঙ্গী, গাজীপুর
৮ মে ২০১৬ ইং