ছাড়েন মশাই ছাড়েন, এবার
উপড়ি কামাই ছাড়েন!
অসদুপায় করে শুধুই
পরের টাকা কাড়েন।

লোভ লালসা অসদচিন্তা
অন্তর থেকে ঝাড়েন,
অল্প আয়ে তুস্ট থেকে
সঠিকপথে বাড়েন।

পাপের বোঝা বাড়ছে কেবল
ধার না কভু ধারেন,
অনিষ্টপাত আসার আগেই
অসৎ রাস্তা ছাড়েন।


রচনাকাল- ২৯ আগস্ট ২০২৪ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা ।