কর্তাবাবু চতুর অতি
লুটেপুটে খান না!
চৌদ্দ-দুইয়ে ভাগাভাগি
এর বেশী আর চান না!

ঘুষের কথায় রাগেন তিনি
উপরি পেলে খুশি!
বাবুর হাতে দিতে গেলে
আপনি হবেন দোষী!

ধরা ছোয়ার বাইরে তিনি
গেদু মামাই তবে;
দফা-রফা ঠিক না হলে
ফাইল পড়ে রবে।

স্বাধীন দেশের অমন কীর্তি
লজ্জা হাসে লাজে!
অর্থলিপ্সু অফিস পাড়ায়
সকল প্রকার কাজে!


রচনাকাল- ২৫ সেপ্টেম্বর ২০২৩ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা ।