স্বপ্ন গুলো ইচ্ছে ডানায়
উড়াল দিল ভরদুপুরে,
চোখের কোণে ধুসর ধোঁয়া
স্বপ্ন গুলো অচিনপুরে।


রচনাকাল- ১০ অক্টোবর ২০২৩ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।