আগুন ঝরা ফাগুন বনে
হৃদয় ছুটে সঙ্গোপনে
পরাণ পাখির মাখামাখি
আঁধার আলোয় স্বপ্ন আঁকি।


রচনাকাল- ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং
পাগাড়, টঙ্গী,গাজীপুর।