ছোট্ট বেলায় দেখতে পেতাম কৃষাণ কেমন খাটে
পুবের আকাশ ফর্সা না হয় ছুটত তখন মাঠে।
হালের বলদ কাঁধে লাঙ্গল হুক্কা-আগুন হাতে
বাদলা দিন আর মাঘের শীতে হয়নি বাধা তাতে।
ধানের মাড়াই উঠান মাঝে চলত দুপুর রাতে
ভোর না হতেই ঢেঁকি'র ঘরে ননদ-ভাবি সাথে।
নাওয়া-খাওয়া সকল ভুলে ফসল তোলার রেশে
সোনালী আঁশ পাটের খ্যাতি ছিল নানান দেশে।
এই সব এখন অতীত স্মৃতি গল্প গাঁথার ঝুলি!
মাটির সোঁদা গন্ধ গায়ে অমনি গেলাম ভুলি।
বলদ বিহীন কলের লাঙ্গল যখন তখন চাষে
বয়লার অটো পাড়ায় পাড়ায় ঢেঁকি'র জীবন নাশে!
অলস এখন গাঁয়ের চাষী মাটির মায়া ছাড়ি
চারা রোপণ, ধানের মাড়াই সবি কলের গাড়ি!
উৎপাদনের খরচ গেল কয়েক গুণে বেড়ে
বর্গা চাষের কতক চাষী আবাদ দিলো ছেড়ে।
কলের যুগে হাইব্রিড এলো আবাদ নয়কো দেশী
ফরমালিন দিই তাতে আবার রাখতে তাজা বেশী।
মানব তোমার বিবেক কোথায়, নাই কি তোমার দিশে?
মরণ ব্যাধি ডেকে আনে ফরমালিনের বিষে।