নয়তো পশু তাইতো মানুষ
সভ্যতা নাই তবে!
মানুষ পশুর ব্যবধানে
সভ্য হব কবে?
নৈতিকতা নাই বুঝি আজ
মানবতাও বন্দী!
গুজব মিথ্যার ছড়াছড়ি
শুধুই পাপের ফন্দি।
পাহাড়সম ডিগ্রী নিয়ে
শিক্ষিত হই ভবে!
সুশিক্ষা আজ আঁধারে রয়
মুর্খ সাজি সবে।
হত্যা করে নারি-শিশু
কতক পশুর দলে!
নবজাতক ময়লায় ফেলি
পাপের ফসল হলে!
শ্রেষ্ঠ জীবের কর্ম দেখে
হিংস্র প্রাণী হাসে!
ইবলিশ শয়তান লজ্জা পেয়ে
ছুটে পরবাসে!
রচনাকাল- ২৭ নভেম্বর ২০২৪ ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর ।