*                 ঝরে অঝোর ধারায়,
সারা             মাঠে ঘাটে পাড়ায়,
এলো            শ্রাবণ এলো ফিরে।
                  সমস্ত দিন ধরে,
পুরো            আকাশ মেঘে ভ’রে,
যেন             আঁধার নামে ঘিরে।

                  সকাল দুপুর কভু,
নাহি             রবি’র দেখা তবু,
শুধু              ভাসে মেঘের ভেলা।
                  মাঠের পরে মাঠ,
জলে            ভরা নদীর ঘাট,
আর             নতুন মাছের খেলা।

                 পথে হাঁটতে কাদা,
আর             শরীর ভিজে আধা,
যদিও           পথিক মাথায় ছাতা।
                  খেলার ছলে মাঠে,
আর             সাঁতার কাটতে ঘাটে,
যদিও           মায়ে বকে যা তা।
            
                 ঢেউয়ের দোলায় ভাসে,
আবার          বৃষ্টি মাথায় আসে,
তারই           পাল উড়িয়ে নায়ে।
                 ভাটিয়ালির সুরে,
যেন            পুরো হাওর জুড়ে,
আবার          ছুটে অচিন গাঁয়ে।

                 মন যে কেমন করে,
আমার         চোখের নেশা ধরে,
যখন           দেখি ভাসা পানি।
                 উঠতে চায় মন নায়ে,
কিন্তু            কাদা ভরা পায়ে,
তার            ধরতে বৈঠা খানি।

                 নেবে আমায় টেনে,
তোমার         আপন নায়ে এনে,
মাঝি            আমার হাতটি ধরো।
                  নেচে গেয়ে হেসে,
আমি            ঘুরব নায়ে ভেসে,
তুমি             যতই মানা করো।