সাদা কাশে মুক্তো হাসে
চাঁদের আলোয় ঝিলিমিল,
শিউলী ঝরা শরত ধরা
শাপলা ফুলে ভরাবিল।

গগন মাঝে নিত্য সাজে
পেঁজা মেঘে ভরিয়ে,
সবুজ ঘাসে শিশির হাসে
সোনালি রোদ ছড়িয়ে।

শারদ ভোরে সুরে সুরে
পাখিরা গায় হরষে,
রোদের আঁচে প্রাণ যে নাচে
শরতরানীর পরশে।


রচনাকাল- ২৭ আগস্ট ২০১৮ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।