শরত শেষে শ্রাবণধারা
বোশেখ মাসের শীত!
হুক্কাহুয়া হুক্কাহুয়া
শেয়াল মামাদের গীত।

ভরা বর্ষার যৌবনে ফের
দে’য়ায় ডাকে ধরায়,
চন্দ্র তরী মেঘের আড়ে
আঁধার যেনো ছড়ায়।

তুলো মেঘের নেই তো বালাই
কালো মেঘের সাজে,
কাশ ফুলেরা চুপিসারে
তুলতুলে গা ভিজে।

সকাল-সন্ধ্যা অঝোর ধারায়
শ্রাবণ দিনের ফাঁদে!
শরতবাবু গোমড়া মুখেে
আকাশ নীলা কাঁদে।