ঘন কুয়াশায় ঢাকা সারা গাঁ খানি,
ভেজা পাতা বেয়ে পড়ে শিশিরের পানি।
তরুলতা ঘাস-পাতা ভেজা ভেজা মাঠ,
কুয়াশার আবরণে ঢাকা পথ-ঘাট।
অনুষ্ণ বায়ু বহে গায়ে লাগে শীত,
সারা গাঁয়ে নেমে এলো পৌষের ভীত।
একসাথে জোয়ান-বুড়ো আগুনের পাশে,
হিম শীতে খোকা-খুকু খুসখুসি কাশে।
সকালের সোনা রোদ কুয়াশার ফাঁদে,
নীড়ে বসে পাখি ছা ওম পেতে কাঁদে।
পশু-পাখি অসহায় থরথর কাঁপে,
উষ্ণতা পেতে চায় কিরণের তাপে।
শীতলতা হউক যত কুয়াশার ভীড়ে,
সারা গাঁয়ে জমে উঠে পিঠা ও ক্ষীরে।
দুধ পুলি ভাপা আর পাটালি গুড়ে,
ঘরে ঘরে উৎসব পুষালি ভোরে।
রচনাকাল- ২৭ ডিসেম্বর ২০২৪ ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর।