শরত বুঝি রুপের রানী
রুপ ছড়াতে আসে ধরায়,
আকাশ-নদী, তরু লতায়
সবার মাঝে রুপটি ছড়ায়।
আবির মাখা আকাশ ভোরে
মন কাড়া ঐ রুপে ভাসে,
লুকিয়ে থাকা বাহারী রুপ
শরত এলে তাই কি হাসে?
তাকিয়ে দেখো নদীর পানে
রুপ সাগরে বইছে ধারা!
কাদায় ভরা শ্রাবণ শেষে
নয়ন ভোলা নজর কাড়া।
পূর্ণ শশীর কিরণ পড়ে
ঢেউ দুলানো শুভ্র কাশে,
রোদের আঁচে মুক্তো ছড়ায়
শিশির ভেজা সবুজ ঘাসে।
মাথায় নিয়ে রুপের ঝাপি
ফুটায় কলি কুসুম বাগে,
রাতের বেলা সুবাস দিয়ে
শেফালী দল ঘুম যে জাগে।
তুলো তুলো মেঘের ভেলা
উড়ছে কেমন আকাশ পানে,
আদর মাখা দখিন বায়ে
ঢেউয়ের দুলা আমন ধানে।
শরতরানী আপন রুপে
ভরিয়ে তোলে অধর খানি,
তাজা ফুলের সাজায় বাসর
শিউলী-টগর শ্বেতকামিনি।