হৃদয় দুয়ার দিলাম খুলে
বোশেখ মাসের বায়,
আয় না ছুটে উঠবি যদি
রঙিন প্রেমের নায়।
ঊষার আলোয় রঙিন হবি
নবদিনের প্রাতে,
উড়বি আজি মুক্ত হাওয়ায়
আপন সখা’র সাথে।
খোঁপায় দিবি বেলির মালা
বাসন্তি শাড়ি গায়,
রিনিঝিনি বাজবে নূপুর
রাঙা দু’টি পায়।
অচিন সুরের নাগর দোলায়
দোলবি রে তুই সুখে,
সখা’র হাতের আলতো ছোঁয়ায়
হাসবি লাজুক মুখে।
তোর রূপেতে লাগবে নেশা
দোলবে আজি ধরা,
কুসুম কলি উঠবে হেসে
জাগবে বসুন্ধরা।