বঙ্গ বাসীর রক্তে লিখা
স্বাধীন নামের পদ্য!
রক্ত বিনে পাইনি কভু
স্বাধীনতা অদ্য!

ভাষার স্বাধীন, দেশের স্বাধীন
স্বৈরাচার কে রুখ তো,
বুকের তাজা রক্ত দিলো
করতে শোষন মুক্ত।

বায়ান্ন তে ভাষার লড়াই
দিয়ে বুকের রক্ত!
মাতৃ ভাষার মান রাখিলো
বলতে কথা মুক্ত।

একাত্তরে রক্ত দিলো
মানচিত্র টা আঁকতে!
লাল সবুজের পতাকা টা
উদীয়মান রাখতে।


রচনাকাল- ২৮ আগস্ট ২০২৪ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।