ছোট্ট খুকির পুতুল বিয়ে
একুশ টাকার পণে,
নেমন্তন্ন দিছে খুকি
গাঁয়ের প্রতি ঘরে।
বর আসিবে খুকির বাড়ি
তাইতো এতো ঘটা,
মাটি দিয়ে খুকি বানায়
নানান রকম পিঠা।
কাল সকালে বর আসিবে
যৌতুক দিবে কারা?
সারারাত্র চিন্তা করে
খুকি দিশেহারা।
সাঁঝের বেলা ঘটক সাহেব
বরকে নিয়ে হাজির,
ডাকিয়া কয় বেয়ান সাবগো
ব্যবস্থা কি কাজীর?
২৬ সেপ্টেম্বর ২০০১ ইং
আন্দাদিয়া, বারহাট্টা, নেত্রকোনা