যদি দিনের শেষে কেউ বলত এসে
হলে হলে নিপীড়ন, অবিচার-দ্বন্দ্ব
হানাহানি-খুনাখুনি চিরতরে বন্ধ,
ক্ষমতার লড়াইয়ে নেই আজ দ্বন্দ্ব।

তবে শান্তি পেত এই দেশের মানুষ
থাকতো বেঁচে কত মেধাবী মুখ!


রচনাকাল- ১৩ অক্টোবর ২০১৯ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।