তৃণলতা তরুর দলে
ঋতু ভেদে ফুলে ফলে,
নিত্য ওরা হেসে খেলে
সবুজ পাতার ঘোমটা ফেলে।
ফুল কলি'রা গাছের শাখে
নিত্য ফুটে পথের বাঁকে,
প্রকৃতিরা আপনি সাজে
লজ্জাপতি ঘুমায় লাজে!
তরু লতার সাজন দেখে
রাম ধনুর রঙ গায়ে মেখে,
পথের ধারের অচিন ফুলে
প্রজাপতির পাখনা দুলে।
শীতল ছায়ার সবুজ বনে
মন ছুটে যায় আপনমনে,
ফুলের সাথে মাখামাখি
সবুজ পাতায় স্বপ্ন আঁকি।
রচনাকাল- ২৬ ফেব্রুয়ারী ২০১৮ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাকা।