শিক্ষাকে প্রসারিত করার লক্ষ্যে
গড়ে উঠেছে আনাচে-কানাচে কিন্ডার গার্ডেন সহ স্কুল-কলেজ; আর
প্রতিটি এলাকায় অগণিত কোচিং সেন্টার।
স্কুল-কলেজ গুলোতে কতটুকু পড়াশুনা হয়
সেটা নয় কারো অজানা, আর অনেক শিক্ষার্থী'র মুখে শুনা
কোচিং সেন্টারে ভর্তি না হলে পাস নাম্বার দিতে মানা!
যদিও কথাগুলো শুনতে বেমানান।
সেদিন লালমিয়ার ছোট্ট ছেলের মুখে শুনার পর
অবাক বিস্ময়ে শুধুই চেয়ে রই!
অষ্টম শ্রেণী পড়ুয়া দিন মজুর লাল মিয়ার ছোট্ট ছেলে
স্কুল থেকে ফিরে বাবাকে জানালো-
কেঁদে কেঁদে দু'চোখের পানি ফেলে।
"জে এস সি প্রস্তুতি কোচিং-এ ভর্তি যদি না হই এবার
বিগত বছরের ন্যায় একই ক্লাসে থাকতে হবে,
তোমাকে জানাতে; জানিয়ে দিলেন স্কুলের হেড স্যার।"
শুধু তাই নয় বাবা, গণিত ক্লাসের স্যার
জানালেন তিনিও "আমাকে বাদ দিয়ে কারো কাছে যেন
গণিত পড়া না হয়। তাহলে গণিতে ফেল!
প্রশ্ন করো না কেন?"
ছেলের কথাগুলো শুনে লালমিয়া নির্বাক অথচ ক্ষুব্ধ!
পরক্ষনেই মুখ ফসকে বেরিয়ে এলো-
"এতকাল শুনেছি ডাক্তার বাবুরা কসাই!"
আর আজ এ কী শুনলাম!
মাস্টার মশাই তারাও..........