কাঁধে থলে পঁচা জলে
ড্রেন কিবা মলেতে,
পায় যাহা নেয় তাহা
ভরে রাখে থলেতে।
বাসা বাড়ি নাহি তারই
ছেঁড়া শার্ট গায়ে সে,
ইট মাথে ফুটপাতে
ঘুম যায় আয়েশে।
খুশি যেথা ঘুরে সেথা
কাদামাখা পায়েতে,
ধনবান যায় মান
যদি লাগে গায়েতে!
ভালবাস কাছে আস
মানুষ ওরা নয়কি?
হাতধর স্নেহ কর,
কাছে যেতে ভয়কি?