লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত ’স্বাধীনতা’
রক্ষার দায়িত্ব তোদের নিতে হবে।
তোরা করিসনে ভয়,
একতাবদ্ধ হয়ে লড়বি তোরা,
তোরা বিশ্ব করিবে জয়।
হে নবীন- তোরা করিসনে ভয়।
তোদের হুংকারে থরথর কাঁপিবে হিমালয়,
অশুভ শক্তি, নরপিচাস, অত্যাচারী।
তোরা করিসনে ভয়,
বন্ধুর গিরিপথ ধরি দুর্বার গতিতে চলবি তোরা
তোরা বিশ্ব করিবে জয়।
হে নবীন- তোরা করিসনে ভয়।