কেউবা ঘুমায় এসি রুমে
কেউবা থাকে ইট মাথায়!
স্বাধীন দেশের সুশীল সমাজ
কেউ কি তা পস্তায়?
লাঞ্চ ডিনারে থাই-চাইনিস
বিত্তশালী খায় কিনে,
কেউবা আবার পেটের ক্ষুধায়
নিত্য কুঁড়ায় ডাস্টবিনে!
শহর কিংবা গাঁয়ের ছেলে
বিলাসিতায় বড় হয়,
ফুটপাতের ঐ শিশু গুলো
টোকাই নামেই পরিচয়।