লাল সবুজের পতাকা আর
ধান শালিকের দেশ,
বিনিময়ে লক্ষ প্রাণের
হলো যে নি:শেষ।
মা হারাল লক্ষ ছেলে
বোন হারাল ভাই,
পা হারিয়ে পঙ্গু হল
কেউবা পুড়ে ছাই!
দেশের তরে মান রাখিতে
দিল নিজের মান!
স্বামী সন্ত্বান সব হারালো
রইলো বাকী প্রাণ।
স্মৃতি শক্তি সব হারিয়ে
নাই যে কথা মুখে!
কেউবা আবার পাগল হলো
আপন স্বজন শোকে।
তবেই পেলাম "স্বাধীন" শব্দটি
স্বাধীন হল দেশ,
জীবন গেলেও রাখবো মান
যতই আসুক ক্লেশ।