ফাগুন দিনের উদাস দুপুর
সময় কাটে হেলায়,
আয় না সখি আম বাগানে
মাতি প্রেমের খেলায়।

আম বাগানের ছায়ায় বসে
তোকে হবে চেনা,
আমার হৃদয় তোকে দিয়ে
তোরটা হবে কেনা।

আম মুকুলের মিষ্টি ঘ্রাণে
কাটবে সারাবেলা,
ভর দুপুরে দুজন মিলে
খেলব প্রেমের খেলা।

উজান গাঙের তরী হয়ে
ভাসব তোকে নিয়ে,
মাঝি আমি তোর হৃদয়ের
তুই হবি মোর প্রিয়ে।

পবন হয়ে আসব ছুটে
উড়বে এলোকেশ,
নাকের ডগায় ঘামের কণা
লাগবে তোকে বেশ।

শাড়ীর আঁচল হয়ে আমি
রাখব তোকে ধরে,
আদর-সোহাগ-ভালবাসায়
হৃদয় দেব ভরে।

প্রেম বিনে মোর শূন্য হৃদয়
জাগবে কিসে বলি?
আয় না আজি আমার সনে,
মুক্ত হাওয়ায় দোলি।