কাননে-কান্তারে-বৃক্ষে নব কিশলয়
বুনো ফুলেরা ছড়ায়েছে ঘ্রাণ মধুময়!
নির্ঝর বাসন্তী'র প্রকৃতি,
হঠাৎ অভিন্ন অনুভূতি!
মনের আকুলতা আজ বড়ই উন্মাদ!
পেতে চায় শুধু; এ কোন প্রণয়ের স্বাদ?
ভরা বসন্তে আজি, প্রেমের বীণা বাজে সুরলয়ে,
দিগ্বিদিক ছুটোছুটি করে মন পাগলা হয়ে।
বহে দখিনা পবন,
হৃদয়ে জাগে শিহরণ!
যেথায় আছ মন মহুয়া এসো মোর পানে,
রঙিলা বসন্তে মন রাঙাব তোমার দর্শনে!
গোধূলি আসন্ন সূর্যের লাল আভায়,
সবুজ পৃথিবী যেন রঙিন হয়ে ছা'য়!
বাসন্তী'র এই সন্ধ্যাবেলা,
আলো আঁধারির মোহময় লীলা!
হৃদয়ের দ্বার খুলে দিয়েছি, গোধূলি'র এমন ক্ষণে,
সাঁঝের আলোয় কবই কথা বসিয়া প্রিয়ার সনে।