নীলাভ গগনে ঝলমল রোদ্দুর
হৃদকোণে উর্মিলা নৃত্যে ভবঘুর।
পুষ্পে সজ্জিত কানন সমুদয়
প্রসন্ন চিত্তে বসন্ত নবোদয়!

শাখা প্রশাখায় নব কিশলয়
কোকিলের কন্ঠ মাতানো সুরালয়।
অফুরান উল্লাস পাখির কলতান
বাসন্তী হাওয়ায় হৃদয় আনচান!

রাঙানো অধর মোহনীয় রঙে
প্রেমের পরশে উচ্ছাস অঙ্গে।
স্বপ্নে বিভোর যুগল নয়নে
দিবানিশি উন্মাদ প্রেয়সীর সন্ধানে!