সহজ-সরল চাষা-ভুষা বসত করে গাঁয়ে,
কাদামাটির ঘ্রাণ মিশানো তাদের সারা গায়ে!
স্নেহ-মমতায় জড়ানো পরিপূর্ণ ,
সাধ আহ্বলাদে নয় অপূর্ণ।
সেই গাঁয়েরই কুঁড়েঘরে থাকে বাবা-মা,
হৃদয় টানে অহর্নিশি যেতে আপন গাঁ!
শোভায় সৌন্দর্যে অপরূপ সেথা, চোখ ফেরানো দায়!
তরুলতায় ঘেরা সবুজ-শ্যামল মোদের ছোট্ট গাঁয়।
নয়নলোভা পলাশ-শিমুল!
ঘ্রাণ ছড়ানো অচেনা ফুল,
কচি ধানের সবুজ পাতায় ঘাসফড়িং উড়ে,
শূণ্য মাঠে বাউকুড়াণী চক্রাকারে ঘুরে।
উদাস দুপুরে আম মুকুলের ছড়ানো মিষ্টি সৌরভ!
স্নিগ্ধ সন্ধ্যায় ঘন পল্লবে পাখিদের কলরব।
মধুর সুরের আযান শুনি,
তুলসী তলায় শঙ্খ ধ্বনি।
দ্বীপ জ্বালিয়ে জোনাকী পোকা ঝোপের ধারে ঘুরে!
জোৎস্না রাতে গল্পের আসর বসে উঠোন জুড়ে।