যার শাসনে নীতিকথা
সারা জীবন ধরে,
তাঁর আদরেই বেড়ে উঠা
এ ভূবনের 'পরে।

যিনি আমায় জন্ম দিলেন
সুন্দর এ ধরায়,
জনম জনম থাকব বেঁচে
তারই আদর ছায়ায়।

তিনিই হলেন আমার বাবা
বাসি তারে ভালো,
বাবা আমার জীবন মাঝে
ফোটায় আশার আলো।

হাসিমাখা মুখটা দেখে
জুড়ায় আমার মন,
বাবা আমার হৃদয় মাঝে
আছে সারাক্ষন।